1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

চবির পাহাড়ে আগুন

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের টেলিটক পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাহাড়ি গাছ, লতা-গুল্ম। শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। যা বিকাল ৩টার দিকে বৃহৎ আকার ধারণ করে। আগুন পাহাড়ের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে বিকালের দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আগুন লাগার সূত্রপাত যদিও দুপুর ১২টার দিকে হয়েছে আমরা জেনেছি বিকাল ৩টার দিকে। পরে আমাদের নিরাপত্তা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে তারা হাটহাজারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাহাড়ে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে একটা মহল আছে যারা পাহাড়ে বিভিন্ন জিনিষ চাষ করতে চায়। যার কারণে পাহাড়ে আগুন দেয়। গত এক মাসে পাঁচবার পাহাড়ে আগুন দিয়েছে। আমরা ধারণা করি এর সঙ্গে জড়িত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী, কিছু স্থানীয় লোকজন। এমন কর্মকাণ্ডে যারা জড়িত তাদের শনাক্ত করে আমরা দ্রুত আইনের আওতায় আনব।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান বলেন, আগুন লাগার খবর শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পাহাড়ে বিভিন্ন জায়গায় আগুন লাগায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আমরা প্রায় আড়াই থেকে তিন ঘণ্টার অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews