1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

অক্ষয়ের সিনেমা নিয়ে বেফাঁস মন্তব্য জয়ার, যা বললেন প্রযোজক

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৮ Time View

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমাটি নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছিলেন। সিনেমাটিকে ‘ফ্লপ’ আখ্যা দেওয়ার পাশাপাশি সিনেমার শিরোনামটি যে তার অপছন্দ, সে কথাও স্পষ্ট করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন।

তিনি বলেন, এ রকম কোনো সিনেমা দেখবেন না। এবার অভিনেত্রীকে পালটা জবাব দিলেন সিনেমাটির সহপ্রযোজক।

জয়া বলেন, সিনেমার নামটা দেখুন। যে সিনেমার নাম এমন, তা আমি কখনই দেখব না। এটা একটা নাম হলো? সিনেমার প্রযোজক প্রেরণা অরোরা বলেন, প্রথমেই বলি— আমি জয়াজির খুব বড় ভক্ত। ওর ‘গুড্ডি’, ‘উপহার’, ‘মিলি’ বা ‘অভিমান’-এর মতো সিনেমাগুলো আমি যখন-তখন দেখতে পারি। সেখানে আমাদের সিনেমাকে তিনি যেভাবে ব্যর্থ বলেছেন, তাতে দুঃখ পেয়েছি।

এরই সঙ্গে তিনি জয়াকে সিনেমার বক্স অফিস রিপোর্ট দেখার পরামর্শ দিয়েছেন। প্রেরণা অরোরা বলেন, আমাদের সিনেমা অনেক টাকা মুনাফা ঘরে আনে। সিনেমাটি সে বছরের সর্বাধিক ব্যবসা করা প্রথম পাঁচটি সিনেমার মধ্যে ছিল। জয়াকে ব্যক্তিগতভাবে সিনেমাটি দেখানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এর আগে ২০১৭ সালে মুক্তি পায় ‘টয়লেট: এক প্রেম কথা’। সিনেমাতে অক্ষয় অভিনীত চরিত্রের নাম ছিল কেশব। তার বিপরীতে ছিলেন ভূমি পেডনেকার, যার চরিত্রের নাম ছিল জয়া। কেশব প্রেমে পড়ে জয়ার। কিন্তু কেশবের বাড়িতে কোনো শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে। তখনই নায়ক সিদ্ধান্ত নেন, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। তবে বিষয়টি মোটেই সহজ নয়। পরিবার ও গোটা গ্রাম আপত্তি জানায় বাড়ির মধ্যে শৌচালয়ের ব্যবস্থা হবে শুনে। অবশেষে সব বাধা পেরিয়ে স্ত্রীর জন্য শৌচালয় তৈরি করেন কেশব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews