1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু ১২ ঘণ্টায় আদায় হওয়া টোলের টাকা যাবে বন্যার্তদের সহায়তায়

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫২ Time View

ডেক্স রিপোর্টঃ
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলে ১২ ঘণ্টায় আদায় হওয়া টাকা দেশের পূর্বাঞ্চলে বন্যাক্রান্তদের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এমখান গ্রুপ।
শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যে পরিমাণ টাকা আসবে তার পুরোটাই সহায়তার ফান্ডে দেওয়া হবে। টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান আজকে টোলে আদায় হওয়া পুরো টাকা বন্যার্তদের সহায়তার ফান্ডে দেওয়ার জন্য বলেছেন। অন্যান্য দিনের ওপর নির্ভর করে ধারণা করা যায় আজকে দুই লাখ টাকার মতো আদায় হতে পারে।
সুমন বলেন, বন্যা আমাদের জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ বিপদগ্রস্ত। তাদের জন্য যার যার অবস্থান থেকে সহায়তা করা সবার কর্তব্য।

এদিকে, বন্যার্তদের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় সহায়তার তহবিল সংগ্রহ করছে। জানা গেছে, টোলে আদায় হওয়া অর্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহায়তা ফান্ডের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছানো হবে।
উল্লেখ্য, এর আগে বন্যার্তদের সহায়তায় দুর্গোৎসবের বাজেট কমিয়ে বরিশালের বেশ কয়েকটি মন্দির কমিটি প্রথম অর্থ সহায়তা পাঠায়।

সৈয়দ মেহেদী হাসান/

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews