1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছিল: পুতিন

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫১ Time View

রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল নিতে শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় গত দুই সপ্তাহ ধরে কুরস্কের বিভিন্ন অঞ্চল দখল নিয়ে সামনের দিকে আগ্রহর হচ্ছে কিয়েভ। তবে এবার ইউক্রেনের বিরুদ্ধে কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে রাশিয়া। বৃহস্পতিবার এমন দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কুরস্কের সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মস্কোর বেলগোরোডে পুতিন বলেন, ‘শত্রুরা গত রাতে (কুরস্ক) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করার চেষ্টা করেছিল।’

এ ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন পুতিন। যার প্রেক্ষিতে আইএইএ প্ল্যান্টের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, তারা আকস্মিক আক্রমণের সময় কুরস্ক অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

উল্লেখ্য, কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews