মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভার ইতিহাসে এই প্রথম সপ্তাহিক বন্ধের দিনে মাংস বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীর মাংস জব্দ করা হয়েছে। মাংস গুলো সরকার অনুকুলে বাজেয়াপ্ত করে এতিম খানায় প্রদান করা হয়েছে। সোমাবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় দিনাজপুর শহরের উপশহর ও ফুলবাড়ী বাসষ্ট্যান্ড বাজার থেকে মাংস গুলো জব্দ করে পৌরসভায় নিয়ে আসা হয়। দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রতি সোমাবার পৌর এলাকায় পশু জবাই ও মাংস বিক্রি বন্ধের দিন ধার্য্য করা আছে। সপ্তাহিক বন্ধের এই দিনে পশু জবাই ও মাংস বিক্রি আইনত নিষিদ্ধ। এ নিয়ে সম্প্রতি মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সহ মাইকিং করা হয়। তার পরও বেআইনিভাবে সপ্তাহিক বন্ধ বা জবাই নিষিদ্ধের দিনে পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীর মাংস জব্দ করে তাদেরকে শর্তক করে দেয়া হয়েছে। জব্দকৃত মাংস গুলো একটি এতিম খানায় প্রদান করা হয়েছে। অভিযানে দিনাজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্যানিটারি ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী বলেন, চিঠি দেয়া হয়েছে, মাইকং করা হয়েছে এরপরও তারা সাপ্তাহিক মাংস বিহিন দিনে তারা মাংস বিকি করছেন তাই উপশহর বাজারে মোঃ বাবু ও দেরোয়ার হোসেন এবং ফুলবাড়ী বাসষ্ট্যান্ড বাজারের আব্দুল মালেক কসাইয়ের মাংস জব্দ করা হয়েছে। আগামীতে লাইসেন্স ছাড়াই যারা মাংসের ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
Leave a Reply