দিনাজপুর পৌরসভা থেকে বারবার মাইকিং হলেও দখল দার দের দখলে অবৈধ ভাবে ড্রেন সহ ফুটপাত দখল করে দোকান বিক্রি করে দিচ্ছে, দোকান তৈরি সহ মোটা অংকের সিকিউরিটি নিয়ে ভাড়া দিচ্ছে ,পথ চলার বিপদজনক হয়ে দাঁড়িয়েছে, ইস্কুল কলেজ হাসপাতাল সেবা মূলক প্রতিষ্ঠানসহ ভুক্তভোগী রা অবোধ্য ফুট পাত দখল মুক্ত করতে দিনাজপুর পৌরসভা, সড়ক বিভাগ জেলা প্রশাসক শাকিল আহমেদ হস্তে খেপ কামনা করেন এলাকার ভুক্তভোগী রা।
Leave a Reply