1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন

‘নেলসন ম্যান্ডেলার বক্তৃতা’ দেবেন মালালা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৫ টাইম ভিউ

 অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২১তম নেলসন ম্যান্ডেলা বার্ষিক বক্তৃতা দেবেন পাকিস্তানি নোবেল বিজয়ী এবং শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। সোমবার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন (এনএমএফ) এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) দেওয়া এক বিবৃতিতে ম্যান্ডেলা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ভার্ন হ্যারিস বলেছেন, চলতি বছরের ৫ ডিসেম্বর নির্ধারিত বক্তৃতাটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। কারণ ওই দিন মাদিবার (নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকায় স্থানীয়ভাবে মাদিবা বলে ডাকা হয়) দশম মৃত্যুবার্ষিকী।

প্রসঙ্গত, নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যান্ডেলাকে সম্মান জানানোর অন্যতম প্রধান কর্মসূচি হলো— নেলসন ম্যান্ডেলা বার্ষিক বক্তৃতা।

ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। জাতিগতভাবে ক্ষতবিক্ষত দেশগুলোতে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই বিভাগের আরো খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews