1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

মোবাইলের বাটন চাপলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে হাইওয়ে পুলিশ

  • আপডেটের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ টাইম ভিউ

মোবাইলের বাটন চাপলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে হাইওয়ে পুলিশ। এ সংক্রান্ত হ্যালো হাইওয়ে পুলিশ (এইচপি) অ্যাপস ইন্সটলেশন ক্যাম্পেইনের এক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে পাংশা হাইওয়ে থানা চত্বরে পরিবহণের মালিক ও চালকদের অংশগ্রহণে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম আসাদউজ্জামান বলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানের দিকনির্দেশনায় ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খানের সহযোগিতায় আমরা মহাসড়কে দুর্ভোগ নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। মহাসড়কে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার পরিবহণের চালক ও যাত্রীরা এইচপি অ্যাপস ব্যবহার করে সেবা পেতে পারেন। পাংশা হাইওয়ে থানা পুলিশ এ সেবার কাজে মহাসড়কে যাত্রীদের সব সময় পাশে আছে বলে জানান।

সভা শেষে এ সংক্রান্ত একটি লিফলেট বিতরণ পরিবহণের চালক ও যাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কালুখালীর মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সহযোগিতায় এ হাইওয়ে থানাটি প্রতিষ্ঠিত হয়। থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই একেবারে নেই বললেই চলে। আজকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ভালো সেবা পাবেন বলে আমি মনে করি।

কমিউনিটি পুলিশিং সভায় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম আসাদউজ্জামানের সভাপতিত্বে পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।

এছাড়া হাইওয়ে পুলিশ হেড কোয়াটার্সের এএসআই এমদাদুল হক, কনস্টেবল মো. রাসেল রানা, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, কালুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুল হক, পাংশা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি আবু সাইদ, এসআই মো. হাসানসহ হাইওয়ে থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই বিভাগের আরো খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews