বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে রোববার দুপুরে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল জেলা তাঁতীদল আহ্বায়ক আনিসুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি। সঞ্চালনা করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্স।
এর আগে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, অবৈধ সরকার বিচার বিভাগের বিচারকদের দলীয়করণ করে ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে বন্দি করেছে। তাকে বন্দি অবস্থায়ও সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। বন্দি অবস্থায় খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে। সরকার এই ফ্যাসিবাদী আচরণের কারণেই আজ দেশবাসীসহ আন্তর্জাতিক মহলে স্বৈরাচার হিসেবে পরিচিতি পেয়েছে।
Leave a Reply