1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ টাইম ভিউ

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি// দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে তারা রোড মার্চের যে ঘোষণা দিয়েছিল সেই রোড মার্চে জনগণের কোন সম্পৃক্ততা ছিল না। ক্রমান্বয়ে তারা পিছু হটতে শুরু করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এগিয়ে যাওয়া বাংলাদেশে বিএনপি, জামায়াতের কোন ষড়যন্ত্রই খাটবে না। আগামী সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২৩) বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার মো. কামাল হোসেন।
পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৬তলা “মাস্টারদা সূর্যসেন” একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই বিভাগের আরো খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews