ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে শ্রমিক দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আমতলা রোড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দেলোয়ার হোসেন কে সভাপতি ও মো:হেমায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।
পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.সৈয়দ হোসেন আহবায়ক জেলা জেলা বিএনপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শাহাদাৎ হোসেন সদস্য সচিব জেলা বিএনপি।
মামুন অর রশিদ সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল,
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন। অনুষ্ঠানে শ্রমিক দলের নলছিটি ঝালকাঠির শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সকল নেতৃবৃন্দকে আগামীকাল রোডমার্চ সফল করার জন্য ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে উপস্থিত থাকতে বলেন।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকার বিভিন্ন সমালোচনা করেন এবং কেন্দ্র ঘোষিত আগামীকাল রোড মার্সে সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।
Leave a Reply