1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দিনাজপুর-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজি গফুরের সংবাদ সম্মেলন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা উপজেলায় এ্যাড মোঃ গোলাম সরোয়ার এর মতো সৎ জনপ্রতিনিধিদের প্রয়োজন বিএনপির বিভাগীও রোডমার্চ কর্মসূচি সফল করতে ঝালকাঠিতে পথসভা সিরাজগঞ্জ-৬ আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা ও দুই বারের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৭ গভীর রাতে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান বরিশালের বাজারে ইলিশ সংকট, বেড়েছে দাম বিপাকে পাটচাষি এডিসের ভয়াল থাবা

শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা দীপিকার, বউয়ের কাণ্ডে কী বললেন রণবীর

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১ Time View

‘জওয়ান’-এর সাকসেস পার্টি। শাহরুখকে জড়িয়ে ধরে চুমু খেলেন দীপিকা। যথারীতি ওই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর অনেকেই দীপিকার স্বামী রণবীর সিংয়ের প্রতিক্রিয়া জানতে চান। 

এ দৃশ্য দেখে কেউ কেউ লেখেন- রণবীরের নিশ্চয়ই খুব হিংসে হচ্ছে! 

এটা ১৫ সেপ্টেম্বরের ঘটনা। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান। কিং খানের চুলে একাধিক বিনুনি, যেগুলো তার ঘাড়ের কাছে গিয়ে মিলেছে। আর পরনে ব্লেজার। শাহরুখকে এভাবে দেখলে যে কোনো মানুষের চোখ আটকে যাবে। আর তাই হয়ত দীপিকাও অনুষ্ঠানে ‘বাদশাকে’ জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন।

কিং খানকে বউয়ের চুমু খাওয়ার বিষয়টি নজর এড়ায়নি রণবীর সিংয়েরও। প্রকাশ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর। ‘জওয়ান’-এ ছলেয়া গানের লাইন ধার করেই প্রতিক্রিয়া জানান দীপিকার স্বামী। 

রণবীর লেখেন- ‘ইশক মে দিল বনা হ্যায়, ইশক মে দিল ফনা হ্যায়’। 

এদিন শাহরুখের পাশাপাশি সাদা শিফন শাড়িতে নজর কেড়েছিলেন দীপিকাও। আর সে কারণেই হয়ত রণবীরও দীপিকার প্রতি প্রেম জাহির করলেন এভাবে…।

শাহরুখ এবং দীপিকার বন্ধুত্বটা যে বেশ মজবুত তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যারিয়ারের শুরু থেকে দীপিকার সঙ্গে রয়েছেন শাহরুখ। এ যাবত কালের সব ওঠাপড়ায় একে অন্যের পাশে থেকেছেন। 

সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপিকা। ‘দ্য উইক’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তারা একে অন্যের লাকি চার্ম। একে অন্যের প্রতি তাদের অধিকার বোধ আছে ভীষণ রকম। 

অভিনেত্রী আরও জানান, শাহরুখ যে কয়েকজনের সামনে অত্যন্ত দুর্বল তিনি তাদের একজন। তারা যেমন একে অন্যকে অত্যন্ত বিশ্বাস করেন, তেমন শ্রদ্ধাও করেন। আর তার সঙ্গে ভাগ্যটা যেন তাদের সম্পর্কের ক্ষেত্রে চেরি অন দ্য টপ।

শাহরুখ খানকে ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে। একদিকে কিং খান ভারতীয় সেনা অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন। আরেকদিকে তারই ছেলে আজাদের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় দীপিকা বিক্রমের স্ত্রী এবং আজাদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews