বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তারা সাঈদীকে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে। তেমনি তারা খালেদা জিয়াকেও মারতে চায়।
রোববার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এক দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী তারুণ্যের রোডমার্চ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, এতদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। এখন এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।
তিনি সরকারকে দেশের জন্য ভয়াবহ ও ধ্বংসাত্মক উল্লেখ করে বলেন, তাদের সরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এ রোডমার্চ। আর এ রোডমার্চে জনগণ জেগে ওঠেছে; ওদের পরাজিত করতে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত পথসভা শেষে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারুণ্যের রোডমার্চ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর বগুড়ার আদমদীঘিতে পথসভায় মিলিত হন। সেখানে পথসভা শেষে নওগাঁর দিকে রওনা হয়।
বগুড়ায় সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হলেও বিশাল জনসভায় রূপ নেন। শুধু বগুড়া নয়; আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে সভাস্থলে আসেন। পথসভার শুরু ও শেষ হবার পর বগুড়া-নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
Leave a Reply