বরগুনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সোহাগ(৩০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় সোহাগের স্বীকারোক্তিতে বাড়ির রান্না ঘরে একটি ড্রাম থেকে ৫ কেজি গাজা ও ১০২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বরগুনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বশির আলমের নেতৃত্বে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বুড়ীরখাল গ্রামে সোহাগের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি বাংলাদেশ প্রতিদিনকে জানান, সোহাগ কামাল হত্যা মামলার ২ নং আসামি।
দীর্ঘদিন পলাতক ছিলো। এছাড়া সে একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্বে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লাখ টাকা।
Leave a Reply