নিজস্ব প্রতিবেদক ॥ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ ৮ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় মেডিকেল কলেজের ২ নং গ্যালারীতে এ কর্মী অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক এবং বরিশালের কৃতি সন্তান ডাঃ রাহাত আনোয়ার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান ইসলাম মুন্না, উপ-সাংস্কৃতিক সম্পাদক সিথিমা সেন, উপ সমাজসেবা সম্পদাক রিমা আক্তার ডলি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইরতিজা হাসান ফয়সাল প্রমুখ।
কর্মী সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ বলেন, সারাদেশের ছাত্রলীগের কর্মিদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল ছাত্রলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মি সভার মধ্য দিয়ে আত্মগোপনে থাকা দূনীতিবাজ তারেক রহমানের সকল সরযন্ত্রকে বাংলাদেশ ছাত্রলীগ লাল কার্ড দেখালো।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মেধাবী ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। তাই কেন্দ্রিয় ছাত্রলীগের ঘোষনা অনুযায়ী দেশের ৩০টি কলেজে ছাত্রলীগের কর্মী সভার আয়োজনের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালি করতে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার অঙ্গিকার করতে হবে ছাত্রলীগকে।
কর্মি সভার ২য় পর্বে উপস্থিত কেন্দ্রিয় নেতৃবৃন্দ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের বক্তব্যে শুনেন এবং অচিরে এখানে কমিটি গঠনের আস্বাস প্রদান করেন।
উল্লেখ্য ২০১৫ সালের ১৯ অক্টোবর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু ওই কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। এরই পেক্ষিতে ৩১ অক্টোবর কমিটির কার্যক্রম স্থাগীত ঘোষনা করা হয়। এরপর থেকেই আর নতুন কমিটি গঠন করা হয় নি।
ছবির ক্যাপশনঃ বাংলাদেশ ছাত্রলীগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার কর্মী সভায় উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ
Leave a Reply