1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন

যাত্রীবাহী বাস থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার, আটক কিশোর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮ টাইম ভিউ

কুমিল্লার চৌদ্দগ্রামে পাচারের সময় ৪৫টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। এ সময় পাচারের সঙ্গে জড়িত এক কিশোরকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। গতকাল বুধবার রাতে উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে এগুলো উদ্ধার করা হয়।

ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রাবাহী বাসে বিলুপ্তপ্রায় বেশ কিছু কচ্ছপ পাচার হচ্ছে বলে গোপন সূত্রে জানতে পারি। বিষয়টি তাৎক্ষণিক বন বিভাগকে জানানো হয়।

পরে তাদের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে মহাসড়কে চট্টগ্রাম থেকে মোংলাগামী নির্ধারিত ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের পেছনের বক্স থেকে তিনটি ককশিটের কার্টনে ভর্তি বিভিন্ন প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।’

ওসি জানান, উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে সুন্দি কচ্ছপ ১৯টি, হলদে কচ্ছপ ১১টি, কড়ি কচ্ছপ ৫টি ও পিকক কচ্ছপ ১০টিসহ মোট ৪৫টি। অভিযানকালে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদারতলী গ্রামের এক কিশোরকে আটক করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই থানায় উপস্থিত হয়ে কিশোরকে জিজ্ঞাসাবাদ করি। কিশোরের বয়স ১৭ বছর হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়নি। এ বিষয়ে বন বিভাগ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে উদ্ধারকৃত ৪৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে। কচ্ছপগুলো গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।’

বন বিভাগ ঢাকা রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সনাতন কুমার বলেন, ‘কচ্ছপগুলো উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় হেফাজতে নেওয়া হয়েছে।

এগুলো গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে। পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই বিভাগের আরো খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews