বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে আধাকেজি গাঁজাসহ চিহ্নিত মাদকবিক্রেতা বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার অপরাহ্নে গাঁজার ওই চালানটি পার্শ্ববর্তী মোহাম্মদপুর নামক এলাকায় পৌঁছে দেওয়ার প্রাক্কালে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তারে সফলতা পায়। এসআই মো. এনামুল হকের নেতৃত্বাধীন টিম ত্রিশোর্ধ্ব বাবুলকে মোহাম্মদপুরে প্রবেশপথ ব্রিজ থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বরিশাল সিটির ৫ নং ওয়ার্ডের পলাশপুর ১২ নং গলির সবুজ হাওলাদারের ছেলে বাবুল ওরফে খাটো বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে আসছিলেন।
ঘটনাবলীতের তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে, যা আদালতে বিচারাধীন। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে তাকে মাদক গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও তিনি আইনি ফাঁক গলে বেরিয়ে এসে ফের নেশাদ্রব্য বিক্রিতে সক্রিয় হয়ে ওঠেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বাবুল একজন পাইকারি মাদক বিক্রেতা, তার এই অবৈধ ব্যবসার প্রতিবাদ করতে বিভিন্ন সময়ে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি নাজেহাল হয়েছেন।
এমনকি ব্যক্তি বিশেষকে তিনি মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দিয়ে আসছিলেন। এরই মধ্যে গতকাল দুপুরে সেই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করল কাউনিয়া থানা পুলিশ, যে খবর এলাকাবাসীকে স্বস্তি দিয়েছে।
গাঁজাসহ বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গাঁজার চালানটি বাবুল পার্শ্ববর্তী মোহাম্মদপুর এলাকায় পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু এর আগেই তাকে মোহাম্মদপুরে প্রবেশদ্বার থেকে পাকড়াও করে এসআই এনামুলের নেতৃত্বাধীন একটি টিম। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের পরবর্তী আদালতে প্রেরণ করা হলে বিচারক বাবুলকে কারাগারে পাঠিয়ে দেন।’
Leave a Reply