সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে ব্যাক ফুটে বাংলাদেশ দল। আজ শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি টাইগাররা।
শনিবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিন টস জয়ের পর সাকিব বলেন, আমরা প্রথমে ফিল্ডিং করতে চাই। আলাদা করে কোনও কারণ নেই। তবে পরের দিকে বৃষ্টি হতে পারে। দলে অতিরিক্ত বোলার হিসেবে আফিফ হোসেনের পরিবর্তে নাসুম আহমেদকে নিয়েছি। তাই আগে বল করার সিদ্ধান্তই ঠিক বলে মনে হয়েছে।
সাকিব আরও বলেন, আমাদের এই ম্যাচে জিততেই হবে। শ্রীলংকার মাঠে খেলা হচ্ছে, ঘরের মাঠে ওদের হারানো সহজ নয়। আমাদের আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। পাকিস্তানের থেকে অনেক আলাদা দল শ্রীলংকা, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।
তবে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা জানালেন, তিনি টস জিতলে আগে ব্যাটিং নিতেন। তিনি বলেছেন, ফ্লাডলাইটে পেস এবং স্পিনের বিরুদ্ধে ব্যাট করতে সমস্যা হবে। একদিনের ক্রিকেটে এমনিতেই যা নিয়ম তাতে আগে ব্যাট করে জেতা মুশকিল। কিন্তু আমাদের হাতে মাথিশা পাথিরানা এবং মাহিশ থিকশানার মতো বোলার রয়েছে। তারা খুবই আত্মবিশ্বাসী।
Leave a Reply