ভোলায় সিগারেট লুকানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাসেল (১৮) নামে এক জেলে খুন হয়েছেন। এ ঘটনায় মো. রিয়াজ (২৫) নামে আরেক জেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের চড়ার মাথা মৎস্যঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।জানা যায়, সকাল থেকে কয়েকজন জেলে ওই স্থানের মেঘনা নদীপাড়ে বসে মাছ শিকারের জাল মেরামত করছিলেন। এ সময় সিগারেট লুকানোয় রাসেল মাঝি ও রিয়াজ মাঝির মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে হাতাহাতি হলে রিয়াজ মাঝি রাসেল মাঝির গলায় ছুরিকাঘাত করেন। রাসেল মাঝি মারাক্তক জখম হলে অন্য জেলেরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ মাঝিকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
Leave a Reply