বরিশাল বিসিসি নব নির্বাচিত মেয়র পত্নি নারী নেত্রী ও সমাজসেবক লুনা আব্দুল্লাহ বলেন, বর্তমান সময়ে আমাদের দক্ষিণ এশিয়ার নারী নেত্রী মাননীয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজ বাংলাদেশের নারীরা বিভিন্নভাবে মাথা উচু করে ঘুড়ে দাঁড়িয়েছে।
এদেশের নারীরা নিজেদের মানসিক যোগ্যতার পরিচয় দিয়ে তারা ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে অনেকস্থানে তারা চাকরী,ব্যবসা উদ্যেকক্তা সহ নানা সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করে নারীরা জানান দিয়েছে তারা আর পিছিয়ে নেই।
এসময় তিনি আরো বলেন নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ বিসিসি’র দায়ীত্ব গ্রহন করলে তিনি বরিশালে নারীদের জন্য বরিশালে একটি হাসপাতাল, মহিলা হোষ্টেল সহ নগরীর উল্লেখযোগ্যস্থানে যেন শৌচাগার নির্মান করার জোড় প্রচেষ্টা চালিয়ে যাবেন নারীদের জন্য।
এছাড়া বরিশালের সাপ্তাহিক একমাত্র নারীদের জাগো নারী পত্রিকায় নারী বিভিন্ন সমস্যার কথা বেশি করে তুলে ধরার আহবান জানান।
আজ শনিবার (৯ই সেপ্টেম্বর) বরিশাল নগরীর বিডিএস মিলনায়তন সম্মেলন কক্ষে বরিশালের সাপ্তাহিক জাগো নারী পত্রিকার নবম বর্ষ উপলক্ষে বিসিসি মহিলা কাউন্সিলরদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জাগো নারী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম .এম আমজাদ হোসেনের সভাপতিতে ও সাংস্কৃতিক ব্যাক্তি কাজী শেলিনার সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক মামুন।
এসময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ,বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,জাগো নারী উপদেষ্টা ও বেসরকারী উন্নয়ন স্বেচ্ছসেবি সংস্থা (আভাস) পরিচালক রহিমা সুলতানা কাজল, জাগো নারী সহকারী সম্পাদক অর্পনা খা।
এখানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথমবারের মত বিসিসি সংরক্ষিত কাউন্সিলর ডালিয়া পারভিন সাথি ও বর্তমান এবং নব কাউন্সিলর ইসরাত জাহান লাভলী প্রমুখ
পরে প্রধান অতিথি লুনা আব্দুল্লাহ নব নির্বাচিত নগরীর সংরক্ষিত দশ কাউন্সিলরদের হাতে জাগো নারী পত্রিকার সংবর্ধনা উপলক্ষে ক্রেস্ট তুলে দেন।
এর পূর্বে পত্রিকার সম্পাদক গোপাল সরকার, সংশ্লিষ্ট এম.এম আমজাদ হোসেন কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধান অতিথি মেয়র পতিœ লুনা আব্দুল্লাহকে ক্রেস্ট প্রদান করে।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সংশ্লিষ্ট নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply