বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯১ জন ডেঙ্গুরোগী। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার কহিনুর বেগম (৫৫), ভোলার বোরহানউদ্দিন উপজেলার আয়েশা বেগম (৫০), বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার লিপি (৪২) ও বরগুনা জেলার আমতলী উপজেলার চালতাবুনিয়া গ্ৰামের অঞ্জলি রানি (৫০)। চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৫৫ জন মারা গেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত চারজনের দুজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়া একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৯১ রোগী।
এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৩৪ জন, পটুয়াখালীতে ৮৫ জন, পিরোজপুরে ৬৬ জন, ভোলায় ৪২ জন, বরগুনা ৫৩ জন ও ঝালকাঠিতে ১৩ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৫৯৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯২ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১৫০ রোগী। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৩৪ জন, ভোলায় সাতজন, বরগুনায় পাঁচজন ও পিরোজপুরে পাঁচজন ও পটুয়াখালীতে চারজন।
Leave a Reply