আরিফুল রহমান আরিফ ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা পড়ুয়া ইন্টার্নি করেন আরিফুল রহমান আরিফ। গোপন সংবাদের ভিত্তিতপ খবর পাওয়া যায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় ১১০নম্বর কক্ষে বসে রোগী দেখছেন ও ব্যাবস্থাপত্র দিচ্ছেন । এসময় সরজমিন ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে দেখা যায় তিনি রোগী দেখছেন ও ব্যবস্থাপত্র দিচ্ছেন।ব্যবস্থাপত্রে তিনি নিজেই স্বাক্ষর করছেন। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি আসলে ডাক্তার নন। মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে ঝালকাঠি মেডিকেলে ইন্টার্নি করছেন। ডাক্তার না হয়েও কি করে আপনি রোগী দেখেন এবং রোগীর ব্যবস্থাপত্র দেন এ প্রশ্ন করা হলে আরিফুর রহমান আরিফ উত্তরে বলেন আমি রোগী দেখতে পারবো ও ব্যবস্থাপত্র দিতে পারব। এসময় জানতে চাওয়া হয় আপনাকে কি ঝালকাঠি মেডিকেলে সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি এড়িয়ে যান এবং বলেন আমাকে মেডিকেল অফিসার আরএমও দায়িত্ব দিয়েছে আমি রোগী দেখছি ও ব্যবস্থাপত্র দিচ্ছি। এ বিষয়ে মেডিকেল অফিসার আরএম ও ডাক্তার মোঃ মেহেদী হাসান ছানি বলেন । উনাকে কোন রোগী দেখতে বলা হয়নি বা কোন ব্যবস্থাপত্র দিতে বলা হয়নি। এরকমের যদি কিছু করে থাকে আমরা খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
Leave a Reply