যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে কামরুজ্জামান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যা ঝিকরগাছ উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট্ট পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন।
নিহত কামরুজ্জামান ছোট্ট পোদাউলিয়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে। গুরুতর আহতরা হলেন— ওই এলাকার রুহুল আমীন সরদারের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে আতাউর রহমান সরদার।
আহত আতাউর রহমানের স্ত্রী শান্তা রহমান বলেন, দীর্ঘদিন ধরে ছোট্ট পোদাউলিয়া গ্রামের প্রতিবেশী উসমান আলী ও হোসেন আলীদের সঙ্গে দ্বন্দ্ব ছিল নিহত কামরুজ্জামানের। বৃহস্পতিবার বিকালে কামরুজ্জামানের জমির ওপর দিয়ে সীমানাপ্রাচীর দিচ্ছিলেন উসমান আলীরা। এ সময় কামরুজ্জামান বাধা দিলে উসমান আলীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উসমান আলী ও হোসেন আলী বাড়ি থেকে হাঁসুয়া ও দা দিয়ে এসে কামরুজ্জামানের ওপর হামলা করে। তাকে বাঁচাতে আমার স্বামী আতাউর ও শাশুড়ি আনোয়ারা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কোপ মারে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবত্তী জানান, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়।
Leave a Reply