মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি//
দিনাজপুরের ঘোড়াঘাটে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সাথে ঘোড়াঘাট উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় করাকালে কর্মরত সাংবাদিকগন ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সমস্যাগুলির সমাধান করার আশা প্রদান করেন। মতবিনিময় সভায় উপজেলার প্রায় ৩০জন সাংবাদিক অংশ গ্রহন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করেছেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান,ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গাফার প্রধান,সিনিয়র সহ সভাপতি মাহতাব উদ্দিন আল মাহমুদ,মজিবর রহমান, মোঃ তোজাম্মেল হক,সাধারণ সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ,মোঃ মোফাজ্জল হোসেন,মোঃ রুহুল কুদ্দুস,আঃ লতিফ সরকার বক্তব্য রাখেন। এছাড়াও একই দিন তিনি বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ,সাস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম ৩৫ তম বিসিএস এর প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর পদায়ন হয়ে একই জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নবাগত এই অফিসার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান। তিনি গত ৫ সেপ্টেম্বও মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
Leave a Reply