মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি// বিরল পৌর-শহরের বিরল বাজার সংলগ্ন সুইপার কলোনীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের অপরাধে হাতেনাতে আটক করে একজন মহিলা’সহ তিনজন’কে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহিত ম্যাজিষ্ট্রেট শাহ জহুরুল হোসেন। এসময় বিরল থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের অপরাধে হাতেনাতে আটক করে ফুলমতি বাসফোর (৫৫)’কে ০৬ মাস, মুন্না (২৯) ও শাহাজাদা নুর ইসলাম (৪০)’দ্বয়কে ০১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ জহুরুল হোসেন।
Leave a Reply