বরিশালের হিজলায় ধর্ষন মামলা করায় বাদীর পরিবাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মামলার বাদীর বড় ভাই নুরুল আমিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
মামলার বিবরণে জানাযায় গত ৫ ই আগষ্ট উপজেলার বিষকাঠালী গ্রামে চরের মধ্যে বাদী সুমাইয়ার ঘরে প্রবেশ করে পার্শ্ববর্তি বাড়ির সফিক।তখন সুমাইয়াকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষন করে।এ ঘটনায় স্থানীয় কয়েকজন মীমাংসা করার আশ্বাস দেন।পরে সময় ক্ষেপন করলে বরিশাল আদালতে একটি ধর্ষন মামলা দায়ের করে।
মামলার সংবাদ পেয়ে ধর্ষক সফিকের পরিবার ও স্বজনরা সুমাইয়া ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি দেখায়। এ ঘটনায় সুমাইয়ার বড় ভাই জানায় নুরুল আমিন জানায় মামলার সংবাদ পেয়ে আমাকে ও আমার পরিবাকে হুমকি দিয়ে আসছে।তাই প্রানভয়ে বোনকে নিয়ে পালিয়ে আছি।
এ ঘটনা পুলিশকে জানালে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাদীর পরিবারকে ভয়ভীতি হুমকির বিষয়ে জানতে চাইলে ধর্ষক সফিকের মা বলেন আমার ছেলেকে গরু চোর বলছে।এখন আবার ধর্ষন মামলা দিয়েছে।
এ বিষয়ে মেমানিয়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করুন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর বলেন কেউ বাদীর পরিবারকে ভয়ভীতি বা হুমকি দেয়,তাহলে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply