রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু।
তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকা থেকে অপহৃত হন দ্বীপিতা চাকমা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত ও রোকেয়া হলের আবাসিক ছাত্রী। খাগড়াছড়ি জেলা সদরের শীতেজ বিকাশ চাকমার মেয়ে তিনি।
জানা যায়, দ্বীপিতা কয়েকজন বন্ধুকে নিয়ে পর্যটকবাহী গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় অতর্কিত তাদের গাড়ি আটকে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল, তা বিস্তারিত জানা যায়নি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযানে নামে।
Leave a Reply