ভোলার বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে গ্রামীণফোনের টাওয়ার থেকে ব্যাটারিসহ যন্ত্রপাতি চুরির ঘটনা। এমনই এক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েকদিন আগে ভোলার লালমোহন উপজেলার ডাওরী ও বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর এলাকায় গ্রামীণফোনের টাওয়ারের ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে গ্রামীণফোন। এরপর অভিযানে নামে পুলিশ। বিগত কয়েকদিনের অভিযানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সুমন ইকবাল, জামাল শেখ, মুনছুর ও শাহিন খান। তাদের মধ্যে মঙ্গলবার সুমন ইকবালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Leave a Reply