1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন

বরিশালে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭ টাইম ভিউ

 বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্বামী মো. মামুন মিয়া। ৩ সেপ্টেম্বর বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে স্ত্রী মোসা. ইয়াসমিনসহ দুইজনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামুন মিয়া জানান, তার নিজ বাড়ি উজিরপুর উপজেলার বৈরকাঠী গ্রামে। ব্যবসা সূত্রে তিনি বাকেরগঞ্জ পৌরসভায় বসবাস করেন। ২০১২ সালের ১৭ মে ভালবেসে তিনি ঝালকাঠী থানার উত্তমনগর গ্রামের নজির আহমেদের কণ্যাকে বিয়ে করেন। বিয়ের পরে তাদের একটি কণ্যা সন্তান জন্ম লাভ করে। সংসার চলাকালীন ২০১৭ সালে তার পিতা কাঞ্চন মিয়া তার স্ত্রী ইয়াসমিনকে ৮ শতাংশ জমি অছিয়তনামা দলিল করে দেন। এরপরেও তার স্ত্রী তার নিকট বিভিন্ন অযুহাতে টাকা পয়সা চাইতে থাকেন না।

পরবর্তীতে তার স্ত্রী ইয়াসমিন তার মায়ের নামে জমিক্রয় করে পাকা ঘর নির্মাণ করার জন্য টাকা পয়সা দিতে তার উপর চাপ সৃষ্টি এবং বিভিন্ন সময় মানসিক নির্যাতন করেন। এমতাবস্থায় তার স্ত্রী ইয়াসমিন শ্বাশুড়ির নামে পাকা ঘরের ছাদ তৈরির জন্য তার নিকট ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

তিনি আরও জানান, গত ২৫ আগস্ট তাহার বসতবাড়িতে এনিয়ে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকেও তার স্ত্রী পূর্বের দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না দিলে ঘর সংসার করবে না, তার কন্যা মাইশাকে রেখে অন্যত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হবে বলে জানায়।

কান্নাজড়িত কন্ঠে মামুন সাংবাদিকদের জানান, প্রশিকা এনজিওতে কর্মরত তার স্ত্রী ইয়াসমিন কথিত ম্যানেজার জলিলের সঙ্গে পরকীয়ায় মগ্ন। যে কারণে তার স্ত্রী নিজে এবং বিভিন্ন লোক দিয়ে তাকে খুন জখমের হুমকি দিচ্ছে। এমনকি তিনি যাতে বাকেরগঞ্জে বসবাস করে ব্যবসা না করতে পারেন সেজন্য তার স্ত্রী তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অভিযোগ অস্বীকার করে গৃহবধূ ইয়াসমিন বলেন, তার সঙ্গে মামুনের তালাক হয়েছে। যৌতুক চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই বিভাগের আরো খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews