সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ’র শুভ জন্মষ্টমী উৎসব উপলক্ষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বরিশালে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা সহ মাসব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে ধর্মরক্ষিণী সভা।
বুধবার (৫ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর লাইনরোড সম্মুস্থ অস্থয়ী মঞ্চে মাসব্যাপি অনুষ্ঠানমালার সভাপতি রাখাল চন্দ্র দে সভাপতিত্বে বর্ণ্যাঢ্য র্যালির উদ্ধোধন করেন বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল ধর্মরক্ষিণীর সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, মানিক মুখার্জী কুডু, তমাল মালাকারসহ বিভিন্ন সনাতন ধর্মের নেতৃবৃন্দ।
এর পূর্বে ইসকন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মন্দির ও সংগঠন থেকে নিজস্ব ব্যানার সহকারে বিভিন্ন বয়সের মহিলা-পুরুষ ও শিশুরা গান-বাজনা করে আনন্দ-উৎসবের মাধ্যমে উদ্ধোধনী অনুষ্ঠানস্থলে এসে একত্রিত হয়।
পরে অর্ধাশতাধিক মিনি ট্রাকে করে কংসের কারাগার, রাধা কৃষ্ণ সাজ-সজ্জায় কয়েক শত মহিলা-পুরুষ ও শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক পুলিশ, গোয়েন্দা সংস্থা ডিবি ও র্যাব সদস্যদের নিরাপত্তার জন্য রাখা হয়।
Leave a Reply