ডেক্স রিপোর্টঃ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শহীদুল আলমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক করা হয়েছে।
এছাড়া পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার হয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুনিম হাসান।
Leave a Reply