1. mohib.bsl@gmail.com : Administrator : Administrator
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাহাউদ্দীন গোলাপ সভাপতি, নাদিম মল্লিক সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত ধরে নিয়ে রগ কেটে দেয়া হলো স্কুলছাত্রের ‘৯ হাজার ভোট পিটাইয়া দেবো’ আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে ঘোড়াঘাটে প্রকাশ্য দিনের বেলায় ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ আগামী ১২ ই ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন উপলক্ষে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন সমুদ্রে দুই জেলেকে মারধর, ৯৯৯-এ ফোন পেয়ে তিনজনকে আটক ৫ বছরে আয় বেড়েছে টিপু-ফারুক-সাদিকের

বরিশালে মর্তুজা-মান্না কাণ্ডে এবার শ্রমিকলীগ-জাপার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮ টাইম ভিউ

বরিশাল নগরীর ব্যস্ত সড়কে দিনে-দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রমিক লীগ নেতা মান্না ও জাতীয় পার্টির নেতা মুরতজার ধস্তাধস্তির ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়েছে। বরিশাল প্রেস ক্লাবে সোমবার সকালে জাতীয় পার্টি ও বিকেলে মহানগর শ্রমিক লীগের সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়। এদিকে শ্রমিক লীগ নেতা রইজ আহম্মেদ মান্নাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানান তিনি। এছাড়া থানায় মামলা গ্রহণ না করার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির স্থানীয় এক নেতা।

রইজ আহম্মেদ মান্না মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। এছাড়া বরিশাল সিটি করর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

জেলা ও মহানগর জাতীয় পার্টির সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির কেন্দ্রীয় সদস্য একেএম মোস্তফা। তিনি সাংবাদিকদের বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের পরপর ৫ বার নির্বাচিত কাউন্সিলর অ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীন। তার ওপর রোববার শ্রমিকলীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না ও তার সহগযোগীরা পূর্বপরিকল্পিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে মুরতজা আবেদীনের লাইসেন্স করা পিস্তল ছিনতাই করতে অপপ্রয়াস চালায় যা ভিডিওতে পরিস্কার। মুরতজা আবেদীনের ওপর পূর্বপরিকল্পিত হামলা করার পরও মান্না মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে প্রশাসন সহ বরিশাল বাসীকে বিভ্রান্ত করেছে। যা মুরতজার নিজের করা ভিডিওতে দেখা গেছে।

মান্নাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ঘটনার সময় মুরতজা আবেদীন বরিশাল নগরীর পোর্ট রোড সেটেলমেন্ট অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে রাস্তায় বের হলেই পরিকল্পিতভাবে মান্না তার বাহিনী নিয়ে রাস্তার উপর প্রকাশ্য দিবালকে অশালীন ভাষা প্রয়োগ করে। পরবর্তীতে অতর্কিত হামলা চালায় পেছন থেকে গলা জাপটে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টা চালায়। সেইসাথে মুরতজার বৈধ লাইসেন্সকৃত পিস্তল ছিনতাইয়ের চেষ্টা করে রইজ আহম্মেদ মান্নাসহ তার ২০/২৫ জন সহযোগী। অস্ত্র ছিনিয়ে নিতে না পেরে সন্ত্রাসী মান্না ও তার সহযোগীরা মুরতজার অস্ত্র ধরে রেখে গুলির নাটক সাজায় এবং পুলিশকে ফোন করে থানায় সোপর্দ করে।

তিনি বলেন, ওই ঘটনায় অ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীনের মোবাইলসহ পোর্ট রোডের সিসিটিভি ফুটেজ থেকেই প্রকৃত ঘটনা পাওয়া যাবে। রোববারের ঘটনায় বরিশালসহ পুরো দেশবাসী এরইমধ্যে সত্যটা জানতে পেরেছে। কিন্তু অপরাধীরা এখনও বুক ফুলিয়ে চলছে শহরে, এদেরকে প্রতিহত করতে না পারলে আজকে মুরতজার মত আগামীতে আপনি, বা আমরা হব তাদের শিকার, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানতে পেরেছেন। তারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। আমরা এরইমধ্যে মামলা দায়েরের প্রস্তুতিও নিয়েছি। কিন্তু গতকাল থানা পুলিশ আমাদের পক্ষ থেকে মামলার কথা বলা হলেও তা নেয়নি।

তিনি বলেন, আমরা মনে করি মুরতজার ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং সেটা রাজনৈতিক কারনে হতে পারে। মুরতজার উপর হামলাকারী বরিশাল মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না সহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাই। মুরতজার উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে জাতীয় পার্টি পরবর্তীতে কঠোর কর্মসূচি দিয়ে এদের প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতা বশির আহম্মেদ ঝুনু বলেন, পুলিশ আমাদের সহযোগীতা করছে কি না সেটা বলছি না। তবে তারা গতকাল মামলা নেয়নি। এমনকি মুরতজা ভাইয়ের লাইসেন্স করা পিস্তল রেখে দিয়ে তাকে অনিরাপদভাবে বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা আশা করেছিলাম তার নিরাপত্তার জন্য বাড়ি পর্যন্ত পুলিশ যাবে। এখন আমরা আবারও মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি , সেটি থানা পুলিশ না নিলে আদালতে করা হবে।

এদিকে বিকেলে অনুষ্ঠিত মহানগর শ্রমিক লীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন শিশির।

তিনি সাংবাদিকদের বলেন, ৮০/৯০ দশকের দুর্র্ধষ সন্ত্রাসী মুরতজা পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্নাকে প্রকাশ্যে দিনের বেলা গুলি করে হত্যার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করে। পরে উপস্থিত জনগণ পিস্তলসহ মুরতজাকে পুলিশে সোপর্দ করে। ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বহু মামলার আসামী মুরতজা আবেদীন প্রশাসন, সংবাদ মাধ্যমসহ অন্যান্য মহলে বিভিন্ন বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রদান করেছে। সে বরিশালবাসীসহ সকল রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে।

সংবাদ সম্মেলনে শিশির আরও বলেন, মুরতজা আবেদীন বিগত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালীন সময়ে মান্নাসহ তার মা, বোন এবং তিন ভাই প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা হয়রাণিমূলক মামলা করান। এরপর ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা তথ্য সম্বলিত অডিও রেকর্ড প্রচার করেন। মূলতঃ বরিশাল পৌরসভা থেকে সিটি করপোরেশন পর্যন্ত ধারাবাহিকভাবে ৫ বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ১২ জুন নির্বাচনে মান্নার ভাই মুন্নার কাছে পরাজিত হওয়ার বেদনা তাকে বিকৃত মস্তিষ্কের মানুষে পরিণত করেছে। ঘটনার দিন কি কারণে মুরতজার বুক পকেটে মোবাইল ফোন ছিলো? কি কারণেই বা মোবাইল ফোনের ভিডিও অন করা ছিলো? কি কারণে তিনি মান্নাকে উত্যক্ত করেছিলেন? এবং বারে বারে ‘আমাকে মারবি তাহলে মার’ বলে আহ্বান জানাচ্ছিলেন? সুতরাং এসব ঘটনা মুরতজার প্রত্যাশিত সাজানো নাটক ছিলো। যা তিনি ঘটনাস্থলে অভিনয় করে গেছেন। তাই মান্নাকে গুলি করে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক।

এ বিষয়ে শ্রমিকলীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না বলেন, মুরতজা আবেদীন মিথ্যা কথা বলছে, আমি অস্ত্র ছিনিয়ে নিতে যাইনি। সে অস্ত্রের টিগারে হাতের আঙ্গুল দেয়া ছিলো যা ছবিতে স্পষ্ট। যদি তার অস্ত্র ছিনিয়ে নেয়ার পরিস্থিতি হতো তাহলে আমি বলতাম না অস্ত্রটা পুলিশের হাতে দিতে। যা ওখানে শত শত লোকের মাঝে বলেছি এবং ভিডিওতেও প্রমাণ রয়েছে।

তিনি বলেন, সে প্রথমে ধীরে বলছে বাইচা আছো এরপর জোরে বলছে কেমন আছো। আমি জিজ্ঞাসাও করছি কারে বলছো, কারণ তার সাথে আমার কথা হয়না। আর এসব ভিডিওতে আছে।

মুরতজা তাকে উত্তেজিত করেছে জানিয়ে মান্না বলেন, অস্ত্র ছিনতাইয়ের চিন্তা থাকলে আমি সেটি আগেই নিতে পারতাম। আমার কথা হলো অস্ত্র বের করছে সে, সবকিছু আগেই করছে সে, অপরাধ করছে সে আর শাস্তি হবে আমার ?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই বিভাগের আরো খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বরিশালের খবর।
Theme Customized By BreakingNews