বলিউড বাদশা শাহরুখের‘জওয়ান’ মুক্তি পাবে আর একদিন পরেই। এর আগেই চারদিকে আলোচনার ঝড় বইছে সিনেমাটি নিয়ে। ‘পাঠান’ মুক্তির ৯ মাসের মাথায় আবারও বড়পর্দায় আসছেন কিং খান।
‘জওয়ান’ মুক্তির আগেই বিভিন্ন মন্দিরে ছুটছেন শাহরুখ। কয়েকদিন আগে জম্মু গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে পূজা দেন বৈষ্ণোদেবীর মন্দিরে। এবার তিরুপতির মন্দিরে দেখা গেল এ অভিনেতাকে। সঙ্গে ছিলেন তার কন্যা সুহানা খান
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) খুব ভোরে মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ তিরুপতি মন্দিরে পৌঁছান। সেখানে গিয়ে দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুণ্ড পরে পূজা দিলেন। সঙ্গে দক্ষিণী কুর্তা ও উত্তরীয় ছিল। সুহানার পরনে ছিল সাদা সালোয়ার। সোমবার রাতে যখন বৈষ্ণোদেবীর মন্দিরে যান সেই সময় মুখ ঢাকা ছিল শাহরুখের।
অন্যদিকে মঙ্গলবার অবশ্য একেবারে ভিন্ন রূপে সেখানে দিলেন বাদশা। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু, জোর হাতে জানালেন কৃতজ্ঞতা।
প্রায় ৪০ মিনিট কাটালেন মন্দিরের ভিতরে। অভিনেতার এ ঘনঘন মন্দির দর্শন অনেকে অবশ্য সিনেমার প্রচারের অংশ হিসেবেই দেখছেন। তবে দর্শকের একাংশের প্রশ্ন মুসলমান হয়ে তিরুপতি দর্শন করলেন কীভাবে?
নেটপাড়া শাহরুখের তিরুপতি দর্শন নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ লিখেছেন, ‘মুসলিমদের প্রবেশের অধিকার আছে এ মন্দিরে।’
অন্য কারও মতে, ‘কোনো বিদ্বেষমূলক মন্তব্য নয়, জানতে চাইছি মুসলিম হয়ে কি এ মন্দিরে পূজা দেওয়া যায়?’ এক সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি। অন্য একজন মন্তব্য করেন, ‘শাহরুখ খুব বুদ্ধিমান। সনাতন ধর্মের সম্মান করতে পারেন।’
মোট কথা একজন মুসলিম হয়ে কীভাবে শাহরুখ মন্দিরে গেলেন এবং দিলেন এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
Leave a Reply