নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী সদর উপজেলায় মানসিক অসুস্থ ছেলের লাঠির আঘাতে মা রাবেয়া বেগমের (৬০) মৃত্যু হয়েছে।
অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে (২০) আটক করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ২ নম্বর বদরপর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে সালাউদ্দিনকে ভাত খেতে বললে সে তার বোন মনিকা বেগমকে ধাওয়া করে। পরবর্তীতে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারও ভাত খাওয়া জন্য বললে সালাউদ্দিন রেগে ঘরে থাকা একটি তাল গাছের রুয়া দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করে।
এতে তিনি মাটিতে লুটিয়ে পরেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান এবং অভিযুক্ত সালাউদ্দিনকে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply