জাহিদুল ইসলাম ///
ঢাকার বিয়াম অডিটোরিয়ামে গত ১৯ শে মে শুক্রবার ঢাকাস্থ কলসকাঠি ঐক্য পরিষদের জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে কলসকাঠী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক আল আমিন সিদ্দিকী, এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক ,অর্থ সম্পাদক সহ সকল সম্পাদক ও সদস্য বৃন্দ। সভায় সম্মানিত উপদেষ্টাগনের দিক নির্দেশনায় সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নিয়ে বিশদভাবে আলোচনা হয়। যা পর্যায়ক্রমে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে প্রকাশ পাবে। কলসকাঠীর সকল শ্রেণীর মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পান্ন হয়। অনুষ্ঠান শেষে কলসকাঠি ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বর্তমানে বাধক্য জনিত কারণে মেডিকেলে চিকিৎসাধীন কলসকাঠি বি এম একাডেমির প্রাত্তন শিক্ষক আব্দুস ছালাম তালুকদারের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।