ডেক্স রিপোর্টঃ
বরিশালের বাকেরগঞ্জে ৩১ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে বালু উত্তালন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪৩০ বাংলা সনের জেলা প্রশাসক কর্তৃক বালুমহলের ইজারা বিজ্ঞপ্তি দিলে বাকেরগঞ্জ উপজেলার ভূমি অফিসের অসাধু একটি চক্রের সহযোগিতার বাকেরগঞ্জ( বোয়ালিয়া খয়রাবাদ নদী) ১৫০নং বোয়ালিয়া মৌজা, দাগ নং ১৮২০, আয়াতন ২৪.৬২ একর দরপত্রের মূল্য ৩১,০২,৫০৩টাকা নির্ধারণ হয়। বালুখেকো চক্রের দূরভিসন্ধি করে সরকারি রাজস্ব টাকা জমা না দিয়ে সরকারি দপ্তরগুলো ম্যানেজ করে
কবাই ইউনিয়ন চেয়ারম্যান কবাই নদী থেকে বালু উত্তোলন করছে অবৈধভাবে। কাটাখালি নদী থেকে একটি চক্র বালু উত্তোলন করছে, বালিগা নদীর মোহনা থেকে রাতের আধারে চলছে বালু উত্তোলন।
এ বিষয়ে বালু মহালের ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্। এ বিষয়ে বালুখেকো দের হাত থেকে সরকারের রাজস্ব বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের তীক্ষ্ণ নজর দারি জোর দাবি করেছেন।