ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তারা হলেন— খাদেম হোসেন (৫০), জাহিদুল ইসলাম রাজন (২২), সজল হোসেন (২১) ও শহীদ হোসেন (৩০)।
বুধবার (১৭ মে) দুপুর পৌনে ১টার কিশোরগঞ্জের ভৈররে ও রাত ২টার দিকে নেত্রকোনার পূর্বধলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বরিশাল নগরীর রুপাতলীস্থ র্যাব-৮ এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।র্যাব জানায়, গত ২৪ এপ্রিল ঝালকাঠির রাজাপুরের জগাইর-আট গ্রামে আব্দুর রব হাওলাদার (৬০) এবং তার ভাতিজা বেলায়েত হোসেন (৫০) খুন হন।
পরের দিন নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।