আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে কারাগার থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সদ্য বিলুপ্ত হওয়া মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) জিয়াউর রহমান খলিফা।
তিনি বলেন, ২ নম্বর ওয়ার্ড থেকে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মান্নাসহ তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।
অপর দুজন ইমরান হোসেন সজিব ও মুন্না হাওলাদার। খেলাপি, স্ব-শরীরে উপস্থিত না থাকা ও সমর্থনকারীর তথ্যে গরমিল থাকায় মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে।