“মা” তুমি শুধুই আমার
===============
লেখক- মুহা. সফিক খান।।
অনেকের মতো আমিও তোমাকে নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু কিছুই লিখতে পারলাম না। ভেবেই পাচ্ছিলাম না কোথা থেকে শুরু করবো কোথায় গিয়ে শেষ করবো। কারণ বিন্দুর মতোন একটি শুক্রাণু আমি-কে এ পর্যন্ত লালনপালন করতে কতো কিছুই না সহ্য করতে হয়েছে তোমাকে। যার অনেই কিছুই আমার অজানা। যা লিখে শেষ করা যাবে না।
শুধু এটুকুই বলতে পারি আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন আমার *মা*। তোমার কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তোমার কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।