1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

বাউফলে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ১

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মমিনপুর গ্রামের ফকু ডাক্তার বাড়িতে শনিবার (১৩ মে) রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আনিচুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মমিনপুর গ্রামের শনিবার (১৩ মে) রাত আনুমানিক ২ ঘটিকার সময় ফকু ডাক্তার বাড়ির পল্লী চিকিৎসক আবুল হোসেনের বিল্ডিং ঘরের ছাদে ওঠার সিঁড়ির কাছের টিনের বেড়া কেটে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

 

এ সময় আবুল হেসেনের ছেলে আনিচুর রহমান ডাক-চিৎকার দিলে তাকে (আনিচুর রহমান) কুপিয়ে জখম করে। ডাকাতরা নগদ ২লক্ষ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

Categories

© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com