বরিশালের উজিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ সাজা প্রাপ্ত আসামী সহ ৭ জনকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ ।
১৩ মে শনিবার দিবগত রাতে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হারতার জামবাড়ী গ্রামের মোস্তফা সরদার ,বামরাইলের সানুহার গ্রামের জয় সওজল, বরাকোঠার দুলাল ফকির, জল্লার বাহের ঘাট গ্রামের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী মেরিনা বেগম, গুঠিয়ার বৈরকাঠী গ্রামের লিটনের স্ত্রী সাহনাজ বেগমকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃরা সকলেই মামলার পালাতক আসামী রোববার তাদের বরিশাল আদালতে সেপার্দ করা হয়েছে। দুলাল ফকির একটি জি আর মামলার ১ বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী। উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছেন।