1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

বরিশাল থেকে অপহৃত তরুণী কক্সবাজারে উদ্ধার, যুবক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩ Time View

রিশালের কাউনিয়া থেকে অপহৃত তরুণীকে ২৪ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ মে) সন্ধ্যায় কক্সবাজারের লালদীঘি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় সরোয়ার অভি (২১) নামের এক যুবককে আটক করা হয়।

অভি কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লম্বরী এলাকার শামছুল আলমের ছেলে।

 

 

র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গত ৮ মে সন্ধ্যা ৭টার দিকে জনৈক মো. সুমন ব্যাপারীর ভাগনি অপহৃত হন। তাকে কাউনিয়া থানার বিসিসি ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের ওপর হতে ওসমান সরোয়ার অভিসহ অজ্ঞাতনামা ২-৩ জন বিয়ের প্রলোভনে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ১০ মে সন্ধ্যায় লাল দিঘীর পাড় এল আমিন জিলানি মার্কেটে অভিযান চালায় র‌্যাব। সময় অপহরণকারী ওসমান সরোয়ার অভিকে গ্রেফতার এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

Categories

© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com