মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি //
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে-২০২৩) সকাল সাড়ে ১০টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ মোস্তাকিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা, যুগ্ম সম্পাদক শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হীরা, পৌর বিএনপির সহ-সভাপতি সামসুজ্জামান চৌধুরী খোকা, আইনজীবী ফোরাম নেতা এ্যাডভোকেট একেএম মঞ্জুর রশিদ রতন, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ সুলতান আলী মজনু, পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম নুরু, সদস্য সচিব মোঃ নুর আলম, দিনাজপুর জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের (রেজিঃ নং-২৪৬৮) সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জেলা শ্রমিকদল নেতা মোঃ আব্দুল মজিদ মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শ্রম ও শ্রমিকদের মর্যাদা না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নের জন্য শ্রমিকদের মর্যাদা দিতে হবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নিজেদেরকে সুসংগঠিত হবে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহনের আহবান জানানো হয়।
র্যালি ও আলোচনা সভায়, বিএনপি, শ্রমিকদল, হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।