1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২২৪৭ জন

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৭ Time View

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি //

রবিবার (৩০ এপ্রিল-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ২২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ওই দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ৩১৩ জন, গাইবান্ধায় ৩১৪ জন, নীলফামারীতে ২১৮ জন, কুড়িগ্রামে ২৭৭ জন, লালমনিরহাটে ২৮৩ জন, দিনাজপুরে ৩৯৮ জন, ঠাকুরগাঁয়ে ৩৮২ জন ও পঞ্চগড় জেলায় ১৬২ জন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

Categories

© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com