ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের সুতালড়ী এলাকার বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝালকাঠি জেলা পুলিশ লাইনের সামনে ট্রাফিক পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম কে বিপরীত পাশ থেকে আসা বরিশালগামী একটি বাস ধাক্কা দিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে আহত পুলিশ সদস্যকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বতর্মানে পুলিশ সদস্য ঝালকাঠি হাসপাতালে ভর্তি আছে।খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার হাসপাতালে আহত পুলিশ সদস্যকে দেখতে আসেন এবং সিসি টিভির ফুটেজ দেখে বাস শনাক্ত করে দ্রুত ঘাতক বাস ড্রাইভারকে আটক করার নির্দেশ প্রদান করেন।।