1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন

গান বাজাতে নিষেধ করায় সংঘর্ষে মুয়াজ্জিন নিহত, গ্রেপ্তার ৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৬ Time View

 ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ০৬ নং শাহাজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী (৫৮)। এ ঘটনায় মামলা দায়ের হলে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইরফান রসুলপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং রসুলপুর মসজিদের মুয়াজ্জিন। ঈদের দিন শনিবার সকালে সংঘর্ষের ঘটনায় ইরফান গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

এ ঘটনায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে মাধবপুর থানা পুলিশ কর্তৃক দ্রুত মামলার এজাহারভূক্ত ১ ন আসামি মো. আনোয়ার আলীসহ এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার পুলিশ সুপার এস এম মুরাদ আলি হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, এজাহার নামীয় বাকী আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও এলাকার গণ্যমান্য লোকজন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

Categories

© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com