ঈদের আগের দিন (শুক্রবার) ঢাকা থেকে ফারহান-৩ লঞ্চযোগে অন্যান্য যাত্রীর সাথে ভোলার মনপুরায় বাড়ি ফিরছিলেন ৩ বন্ধু। এর মধ্যে লঞ্চটি ফতুল্লার কাছে ঝড়ের কবলে পড়লে লঞ্চ থেকে নদীতে পড়ে যায় তিন বন্ধু। দুই বন্ধু সাঁতরিয়ে তীরে উঠলেও এক বন্ধু নিখোঁজ ছিল। রোববার সকালে ঢাকার ফতুল্লা ব্রিজের কাছ থেকে নিখোঁজ ওই বন্ধুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রোববার রাত ১১ টায় লাশ হয়ে বাড়ি ফেরেন মনপুরা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোঃ সোহেল। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
লঞ্চ থেকে পড়ে যাওয়া বাকিদের নাম মোঃ শফিকুল ইসলাম শাওন ও মোঃ হাসনাইন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাটগ্রামে।
এই ব্যাপারে ফারহান-৩ লঞ্চের ঘাট সুপার ভাইজার সহ লঞ্চের সুপার ভাইজার মাসুদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে রাজি হননি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ সোহেল এর মরদেহ ফতুল্লা ব্রিজের কাছ থেকে
নৌ পুলিশ উদ্ধার করেছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।