ঈদুল ফিতর উদযাপন শেষে নির্বিঘ্নে ঢাকায় ফেরা শুরু হয়েছে। ঈদের ছুটি শেষ হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে যোগ দিতে তৎপর সব শ্রেণিপেশার মানুষ। তবে ঈদের আগে বাড়ি যাওয়ার সুযোগ না হওয়ায় কেউ কেউ ঈদের পরে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে বাড়িতে যান।
বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে জানা গেলো এসব তথ্য।
ঈদের তিন দিন আগে বগুড়া গ্রামের বাড়ি পরিবারসহ গিয়েছিলেন চাকরিজীবী ইসমাইল। ছুটি শেষ হওয়ায় বুধবার ভোরে ঢাকায় ফিরেছেন। আগামীকাল থেকে কর্মস্থলে যোগ দিবেন তিনি।
ইসমাইল বলেন, বাড়ি থেকে ফেরার পথে যানজট ছাড়া নির্বিঘ্নে আসতে পেরেছেন। রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়নি। তবে দূরপাল্লার পরিবহনে ঢাকায় ফেরার টিকিট সংগ্রহে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।
গাবতলী বাসস্ট্যান্ডে দক্ষিণবঙ্গের দিগন্ত পরিবহনের টিকিট বিক্রেতা শাহ আলম বলেন, ঢাকা থেকে যাওয়ার পথে দূরপাল্লার যাত্রী পাওয়া যাচ্ছে না। ৪১ সিটের প্রতিটি বাসে আট থেকে দশজন করে যাত্রী পাওয়া যাচ্ছে। ফেরার পথে বাস ভর্তি করে যাত্রী নিয়ে ফিরছে ঢাকায়। ঢাকায় ফেরার যাত্রী চাপ থাকায় আগেভাগেই টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে জানান তিনি।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে সাতক্ষীরা থেকে বুধবার ঢাকায় ফিরেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোনালিসা। তিনি বলেন, কয়েকদিন পরে পরীক্ষা থাকায় একটু তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার উদ্দেশ্যে বুধবার ঢাকায় পৌঁছেছেন।
তিনি বলেন, রাস্তায় তেমন যানজট না থাকলেও ফেরি পারাপারের সময় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। সে কারণে ঢাকায় পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে।
খুলনা, সাতক্ষীরায় চলাচলরত গোল্ডেন লাইফ পরিবহনের টিকিট বিক্রেতা সুমন বলেন, যাওয়ার সময় তেমন যাত্রী না পাওয়া গেলেও প্রতিদিন ১২-১৪ টি বাস ঢাকার বাইরে যাচ্ছে। ফেরার পথে যাত্রীদের উপচেপড়া ভিড়। ঈদের পরবর্তী ১৫ দিন পর্যন্ত এই চাপ থাকবে বলেও জানান তিনি।
ঈদের আগে ছুটি না পাওয়ায় বুধবার পরিবার নিয়ে যশোরে নিজ বাড়িতে যাচ্ছেন কাউসার হায়দার। সকাল সকাল প্রস্তুতি নিয়ে গাবতলীতে পৌঁছেছেন তিনি। ঢাকা থেকে যাওয়ার পথে চাপ না থাকায় দূরপাল্লা বাসের টিকিট কাটতে বেগ পেতে হয়নি বলে জানান তিনি।
কাউসার হায়দার জাগো নিউজকে বলেন, ইচ্ছা ছিল ঈদের আগে বাড়ি যাবো কিন্তু ছুটি না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। সে কারণে আজকে পরিবারের সবাইকে নিয়ে বাড়ি যাচ্ছি। পাঁচ দিনের ছুটি রয়েছে এরপর আবারো ঢাকায় ফিরতে হবে। বেলা ১২ টায় ঢাকা থেকে তার বাস ছেড়ে যাওয়ার কথা। সে কারণে পরিবারের সবাইকে নিয়ে গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন তিনি।
চট্টগ্রাম লাইনে চলাচলরত সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা রায়হান বলেন, যাত্রী না থাকলেও এসি এবং ননএসি মিলে প্রতিদিন ৭০-৮০ টি দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে যাচ্ছে। যাওয়ার পথে যাত্রী না থাকলেও ফেরার পথে চাপ থাকায় ১০-১২ জন যাত্রী নিয়েও ঢাকা ছেড়ে যাচ্ছে এসব বাস।