আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমরা, জনগনের ভোটেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন।
দেশের সাধারন জনগন চায় শেখ হাসিনা ক্ষমতায় থাক চিরকাল। কারন জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে ও ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে।
আর বিএনপি সরকারের আমলে জনগনের জীবন কেটেছে অশান্তি ও আতঙ্কের মধ্যে দিয়ে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে খুব দরকার।
তাই আপনারা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন ‘দেশের সাধারন মানুষের কাছে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন হয়েছে তার সঠিক তথ্য তুলে ধরতে হবে।
একই সাথে জামায়াত ও বিএনপি’র ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা দেশকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়।
রোববার কালকিনির নিজ বাসভবনে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎকালে তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপিকা তাহমিনা সিদ্দিকী, সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,
সাংগঠনিক সম্পাদক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হাসান ইয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী,
কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, মাদারীপুর জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা মীর মামুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান মামুন মুন্সী,
কালকিনি উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার,
কালকিনি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান সহ কালকিনি ও ডাসার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণও উপস্থিত ছিলেন।