1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন

শান্তিপূর্ণভাবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি: ওবায়দুল কাদের

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণভাবে শপথ নিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। সোমবার সচিবালয়ে তিনি এ কথা জানান।

এদিন বেলা ১১টায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপত নেন মো. সাহাবুদ্দিন। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, একই সঙ্গে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিয়েছেন মো. আব্দুল হামিদ। বিএনপির মধ্যে রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় চলতি বছর ঈদুল ফিতরে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, পদ্মায় মোটরসাইকেল চলাচল নিয়ে শঙ্কা ছিল। তবে তরুণ বাইকাররা শৃঙ্খলার পরিচয় দিয়েছে। এ নিয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তায় ৫ হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে সরকার; যা একনেকে পাশ হয়েছে। এ ছাড়া সড়ক নিরাপদ ও শৃঙ্খলা ফেরাতে বিশ্বব্যাংক প্রায় ৩ হাজার কোটি টাকা দিচ্ছে। 

ওবায়দুল কাদের জানান, ঢাকায় বিআরটিসি ইলেকট্রিক বাস চলবে ৮০টি। আগামী নভেম্বরে চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

Categories

© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com